shahariyar-alom

দৈনিকবার্তা-রাজশাহী, ২৯ মার্চ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য এবং দেশের উন্নয়ন ও উৎপাদন এগিয়ে নিতে এর কোন বিকল্প নেই।এ কারণে বর্তমান সরকার এই খাতের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং ব্যাপক ও কার্যকর প্রকল্প বাস্তবায়ন করছে।তিনি বলেন, বাঘা ও চারঘাট উপজেলায় ২০১৮ সাল নাগাদ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পাবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই, সেগুলোতে বিদ্যুতের সংযোগ দেয়া হবে।

পাশাপাশি এই উপজেলায় কোন কাঁচা রাস্তা থাকবে না।রোববার জেলার চারঘাট উপজেলার ফরিদপুর, বামনদিঘি, জাফরপুর, শিবপুর ও স্কুলপাড়া গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।৬৬ লাখ টাকা ব্যয়ে ৫টি গ্রামে ২৪০ জনের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সুবিধা দিতে ১৪টি ট্রান্সফরমার বসানো হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মাজেদ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও রাসেল সাবরিন, পল্লী বিদ্যুৎ বোর্ডের পরিচালক খোরশেদ আলম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আবদুল কাদের বক্তব্য রাখেন।