দৈনিকবার্তা-ঢাকা, ২৯ মার্চ: ইয়েমেনের রাজধানী সানায় বিদ্রোহীদের সদরদপ্তরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৫ বিদ্রোহী নিহত হয়েছে।রোববার এক সামরিক কর্মকর্তা জানান, সানার পশ্চিমাঞ্চলে আল-সুবাহা ঘাঁটিতে গত রাতে এ হামলা চালানো হয়।রাজধানীর সামরিক হাসপাতালের চিকিৎসা কর্মীরা জানান, হাসপাতালে নিহত ১২ জনের মৃতদেহ পাঠানো হয়েছে এবং আহত ১৮ যোদ্ধাকে ভর্তি করা হয়েছে।
এদিকে, ইয়েমেনের রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আরব জোটের যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়েছে। এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে আরব জোট বিমান হামলা চালাচ্ছে।বিমান বন্দরের এক সূত্র রোববার জানায়, এই প্রথমবারের মত আরব জোটের বিমান থেকে বিমানবন্দরে হামলা চালানো হল। গত চারদিন ধরে আরব জোট বিমান হামলা চালাচ্ছে।এদিকে নিরাপত্তাজনিত কারণে সানা থেকে সব কর্মী সরিয়ে নিয়েছে জাতিসংঘ।