দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, এম.পি বলেছেন, ২০ দলীয় জোট জ্বালাও পোড়াও কর্মসূচির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যড়যন্ত্র করছে। এসব সুদূর প্রসারী চক্রান্ত রুখে দিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শনিবার লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিদায় সংবর্ধনা, নবীন বরণ, বৃত্তি ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সুফিয়া রহমান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ও জাতীয় ক্রিকেট দলের তাসকিন আহমেদ।
ব নানক বলেন, বর্তমান সরকার নারী সমাজের ক্ষমতায়ন, জীবনমান উন্নয়ন ও সুশিক্ষত দক্ষ নারী সমাজ উপহার দিতে বিগত ৬ বছরের বাজেটে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্ধ দিয়ে আসছে। এসব উদ্যোগের কারণে লালমাটিয়া মহিলা কলেজ আজ দেশের মডেল নারী বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে-বিদেশে শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব উজ্জ্বল ভূমিকা রেখে আসছে। তিনি নবীন শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান রূপকল্প-২০২১ বাস্তবায়নে সুপ্ত মেধা, মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ সদ্ব্যবহার করার পরামর্শ দেন।পরে নানক কৃতি শিক্ষার্থীদের স্বর্ণ, রৌপ্য পদক ও ক্রেস্ট প্রদান করেন। জাতীয় ক্রিকেট দলের কৃতি খেলোয়াড় তাসকিন আহমেদকেও সম্মাননা দেয়া হয়।