দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: বিএনপিকে নিরবাচন ভণ্ডুল করার সুযোগ দেয়া হবে না বলে সতর্ক করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তা করলে পরিণতি হবে ভয়াবহ।শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি করেন মন্ত্রী। সন্ত্রাসীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, আপনি নির্বাচন করবেন বলে আইন আপনাকে স্পর্শ করতে পারবে না, তা হবে না। ওই রকম লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার সুযোগ নেই। ভালো মানুষের জন্য সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে।
বিএনপিকে নির্বাচনে আসার জন্য ধন্যবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী সতর্ক করে দেন, আগের মতো নির্বাচন ভণ্ডুল করার চেষ্টার সুযোগ আপনাদের দেয়া হবে না। আপনারা তা করতে গেলে পরিণতি হবে ভয়াবহ।অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও শত নাগরিক কমিটির সমালোচনা করেন কামরুল। তিনি বলেন, এদের আন্দোলনের উদ্দেশ্য হলো পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করা। এমাজউদ্দীনের মতো একশ্রেণীর পাপিষ্ঠ বুদ্ধিজীবী সবকালে সব সময় থাকে।সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হলেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার হবে না, বিএনপি নেতাদের এমন ভাবনা না ভাবার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে, বোমা মেরে মানুষ হত্যা করলে তার বিচার হবে। আপনি নির্বাচন করুন, আর না করুন।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপিকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করার আহবানও জানান কামরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে আসবেন এজন্য সাধুবাদ।কিন্তু সন্ত্রাস করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করবেন, আবার নির্বাচনে হেরে গেলে মানবেন না। নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবেন, সন্ত্রাস করবেন সে সুযোগ দেওয়া হবে না। সংগঠনের সভাপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহর সভাপতিত্বে সভায় আরা উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক আলো, সরকারি কর্ম কমিশনের সদস্য ড. আবুল কাশেম মজুমদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহিনুর রহমান প্রমুখ।