দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদদের ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করায় বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপর জামায়াত-শিবিরের আছর ভর করেছে।তিনি শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় বঙ্গবন্ধু রোডে অবস্থিত বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ) বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘদান ও সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। ২০১৯ সালের নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে। বিএনপি জামায়াতের হরতাল অবরোধের মতো মানুষ পুড়িয়ে আন্দোলন দেশের সাধারণ মানুষ প্রত্যখ্যান করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিএনপি-জামায়াত পরাজিত হবে।বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক অসিন জিন রক্ষিত থেরের সভাপতিত্বে এসময় সংঘদান অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়–য়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, আশুলিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বৌদ্ধ বিহারের পক্ষ থেকে রেলপথ মন্ত্রী মুজিবুল হককে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।