Noor-Moammed-copy

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ২৮ মার্চ: নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী আওয়ামীলীগ নেতা আবুল বাশারকে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক।

এর আগে একই আদালতে এই মামলায় গ্রেফতারকৃত নূর হোসেনের আরেক সহযোগী রহম আলী হত্যাকান্ডের দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২৩ মার্চ কুমিল্লার বুনিয়ারচং থেকে তাকে গ্রেফতারের পর ৭দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। রিমান্ডে থাকা অবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালতে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদি পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সেভেন মার্ডার মামলায় কয়েকজন আসামী তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার সঙ্গে বাশার ও রহম আলীর প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা বলেছে। এই দুইজনই নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতো।

তিনি জানান, সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র‌্যাব সদস্যসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্যসহ ২০জন আসামী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে স্বাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেন।