দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনে আগামীতে আনারস, তালার মতো জনপ্রিয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না প্রার্থীরা। একইসঙ্গে টেলিভিশন ও হাঁসের মতো প্রতীক ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপনে সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। যে ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে তার অধিকাংশ অপরিচিত।এই বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, এতোদিন এক প্রতীক ভিন্নভিন্ন নির্বাচনেও ব্যবহার হতো। কিন্তু এখন থেকে প্রতিটি নির্বাচনে বিশেষ প্রতীক ব্যবহার করা হবে। এজন্য প্রচলিত প্রতীকগুলো থেকে আলাদা আলাদা তালিকা প্রস্তুত করা হয়েছে। এর ফলে এক নির্বাচনের প্রতীক অন্য নির্বাচনে ব্যবহারের সুযোগ বন্ধ হবে।
ইসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে অনুষ্ঠিত রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর ও সর্বশেষ গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আনারস, তালা, হাঁস ও টেলিভিশন প্রতীক নিয়ে জয়লাভ করেছেন অধিকাংশ প্রার্থী। এছাড়াও ঘুরে ফিরে সিটি করপোরেশনের নির্বাচনে এই চারটি প্রতীক পেতে প্রার্থীদের রীতিমতো দেন দরবার করতেও দেখা গেছে। তবে আগামীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আনারস প্রতীক, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীক এবং সংসদ নির্বাচনে টেলিভিশন প্রতীক ব্যবহূত হবে। স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিল পদে প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করে সংশোধিত সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে এই নির্বাচনের জন্য ৬৮টি প্রতীক বরাদ্দ ছিল। সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আলাদা আলাদা প্রতীক সংরক্ষণের ধারবাহিকতায় এসব প্রতীক সংরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে ইসির আইন শাখা।
সিটির করপোরেশনের মেয়র পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও ইলিশ মাছ।সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের জন্য সংরক্ষিত ১০টি প্রতীক হলো-কেটলি, গ্লাস, পান পাতা, পিঞ্জর, টিস্যু বক্স, বৈয়ম, মুলা, মোড়া, শিল পাটা ও স্টিল আলমারি।সাধারণ কাউন্সিলর পদের জন্য সংরক্ষিত ১২টি প্রতীক হলো-কাঁটা চামচ, মিষ্টি কুমড়া, এয়ারকন্ডিশনার, করাত, ঘুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ঝুড়ি, ব্যাডমিন্টন র্যাকেট, রেডিও এবং লাটিম।
ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন নির্বাচনে আগে ৬৮টি প্রতীক বরাদ্দ ছিল। এর মধ্যে মেয়র পদে ২০টি, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩০টি প্রতীক বরাদ্দ ছিল। একই প্রতীক একাধিক নির্বাচনে ব্যবহার হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তিও থাকতো। এখন আলাদা করায় প্রতীক দেখেই বুঝতে পারবে এটি স্থানীয় সরকারের কোনটির নির্বাচন। এর আগে ইসি’র সংরক্ষিত তালিকা থেকে সংসদ নির্বাচনের ১৪০টি থেকে কমিয়ে ৬৫টি প্রতীক সংরক্ষণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য আলাদা প্রতীক করা হচ্ছে।নির্বাচনকে নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ।শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চের দক্ষিণ সিটি রিটার্নিং কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।মিহির সরওয়ার বলেন, ‘সিটি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হবে। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ হোক। নির্বাচনী আইন ও বিধি অনুসারে আমরা নির্বাচন পরিচালনা করবো।
আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।মিহির সরওয়ার জানান, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা চেয়ে গেছেন।তিনি জানান, শনিবার পর্যন্ত ৩০ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়ন স্রংহ করেছেন এর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১০৪১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এর মধ্যে ২৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এর মধ্যে সবাই যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেজন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান মিহির সরওয়ার।ঘোষিত তফসিল অনুসারে, ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৮ এপ্রিল। মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২৯ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।