দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: নির্বিচারে গুম-খুন করে বিরোধী দল মনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ।শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। গুম-খুনের প্রতিবাদে’ আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি একেএম আজিজুল হক।শওকত মাহমুদ অভিযোগ করে বলেন, দেশে এখন শেখ হাসিনার ফ্যাসিবাদী রাজত্ব চলছে। ফ্যাসিবাদী সরকারকে সরানো না গেলে এ দেশের উন্নয়ন সম্ভব হবে না। গুম-খুন করে বিরোধী দলকে দমনের চেষ্টা চলছে।এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে যেভাবে নির্বিচারে গুম-খুন চলছে, তা মেনে নেওয়া যায় না।তিনি অভিযোগ করেন, সরকার আবারও ৫ জানুয়ারির নির্বাচনের মতো নির্বাচন করতে চায়। ৫ জানুয়ারির এক তরফা নির্বাচন করে তারা বিশ্বের সামনে বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই দেশের মানুষ আর একদলীয় শাসনতন্ত্র ও তাদের এক তরফা নির্বাচন কিছুতেই মেনে নেবে না।সকল ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে সরকারকে তার চরম মাশুল গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপিপন্থি এ সাংবাদিক নেতা।