NBL_bg_765666643

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ মার্চ: পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী সহায়তা তহবিল থেকে ঋণ গ্রহণ উপলক্ষে এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ও আইসিবির মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।শনিবার ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সম্প্রতি সই হওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামসুল হুদা খান, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া,এনবিএলএসএল এর সিইও মাহমুদ আল হাসান ও এসপিও কামরুন নাহার উপস্থিত ছিলেন। আর আইসিবির পক্ষে ছিলেন প্রতিষ্ঠানের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান, মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহম্মেদ, উপ-মহাব্যবস্থাপক তারেক নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।