Mr Lee Kuan Yew's State Funeral procession to pass significant markers
দৈনিকবার্তা-ওয়াশিংটন, ২৭ মার্চ : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা নেতা লি কুয়ান ইউ’র শেষকৃত্যানুষ্ঠানে মার্কিন দলের নেতৃত্ব দেবেন। সোমবার লি ৯১ বছর বয়সে মারা যান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বুধবার বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার পাঠানো প্রতিনিধিদলে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারও থাকবেন। আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি-কে রোববার সমাহিত করা হবে। তার শেষকৃত্যানুষ্ঠানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।