3a0275aff75c26b3abe02318c7242505.PNG (PNG Image, 281 × 218 pixels) - Mozilla Firefox.jpg1413376800543

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মার্চ: লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের তাত্রারপাড় কলাবেচাটারী এলাকায় এক রশিতে দুই বোন ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, ওই উপজেলার তাত্রারপাড় কলাবেচাটারী এলাকার সফিকুল ইসলামের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী রুমানা আক্তার (১৬) ও তার মামাতো বোন মিন্টু মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর নাসরিন আক্তার নার্গিস (১৩) বাড়ির পাশে একটি আমগাছে একই রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দুই জনেই পাটগ্রাম এ.পি সিনিয়ার মাদ্রসার ছাত্রী বলে জানা গেছে। তবে তাদের আত্মহত্যার কারন জানা যায়নি। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।