kadert-1422083770

দৈনিকবার্তা- মাদারীপুর, ২৭ মার্চঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনকে তামাসার ভোট বলে আবার তাতে অংশগ্রহণ করে দ্বিমুখী নীতির প্রকাশ ঘটানোয় বিএনপির সমালোচনা করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।আসন্ন নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যায়িত করে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর বিবৃতির প্রতিক্রিয়ায় তাদের আন্দোলনকেই তামাশার আন্দোলন’ বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।শুক্রবার সকালে মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মানাধীন সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, বিএনপির এ আন্দোলনকে আন্দোলন বলে না। দেশের মানুষের কাছে এটি তামাশার আন্দোলনে পরিণত হয়েছে। এ তামাশা ঢাকতেই তারা সিটি করপোরেশন নির্বাচনকে তামাশার নির্বাচন বলছে। তামাশার নির্বাচন বলে আবার তারা নির্বাচনে অংশও নিচ্ছে।

তবে সিটি কর্পোরেশন নির্বাচন তামাশার নির্বাচন হবে না মন্তব্য করে এই মন্ত্রী বলেন, নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ সরকার করছে না। আওয়ামী লীগ ৯ সিটি নির্বাচনে অফিসিয়ালভাবে হারলেও নাগরিক সেবা নিশ্চত করতে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপি সব নির্বাচনকে তামাশা বললেও তারাই জয় লাভ করছেন বলেও জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি যেকোনো নির্বাচনকেই তামাশার নির্বাচন বলছে আবার তারাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে।ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে কোন নির্বাচনকেই তামাশার নির্বাচন বলছে। আবার তারাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের প্রার্থীরা ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ফরম সংগ্রহ করেছেন। যে নামেই হোক তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। আগে ৯ সিটি নির্বাচনের মধ্যে ৭টিতে বিএনপি আর ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে। আওয়ামীলীগ কোন সিটিতেই জয়লাভ করেনি। তার পরেও নাগরিক সেবা দিতেই আমরা নির্বাচন দিচ্ছি।তিনি আরো বলেন, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অধিকাংশ নির্মাণ কাজ শেষের পথে। আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন বলে মন্ত্রী জানান।এ সময় জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সহকারী পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, সেতু বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সেতু নির্মাণের সাথে জড়িত চীনা কর্তৃপক্ষা উপস্থিত ছিলেন।