নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান
দৈনিকবার্তা-ঢাকা,  ২৭ মার্চ : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেগম খালেদা জিয়া এখন ‘কোমায়’ রয়েছেন। এ থেকে তার রক্ষা পেতে হলে অবশ্যই তাকে সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিতে হবে। তিনি বলেন, যারা চুরি , ডাকাতি এবং মানুষ খুন করে তারা পাপ করে। মুক্তিযুদ্ধে যারা জনগণকে মেরেছে তারা পাপী। যুদ্ধাপরাধীদের রক্ষাকারী খালেদা জিয়া মহাপাপী। মন্ত্রী বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জের উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার পাদদেশে র‌্যালি-পূর্ব সমাবেশ ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

শহীদ মিনারে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি নাছির আহম্মেদ ঝিলু। স্থানীয় প্রশাসেনের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সালমা ইসলাম এমপি, সাবেক এমপি সুবিদ আলী টিপু প্রমুখ। পরে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়। প্রসাশন আয়োজিত স্বাধীনতা দিবস অনুষ্ঠানে মন্ত্রী পুলিশ বাহিনীর সদস্য, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, স্কাউটিদের গার্ড অব অনার প্রদর্শন ও স্যালুট গ্রহণ করেন এবং তাদের শারীরিক কসরত প্রত্যক্ষ করেন। শাজাহান খান বলেন, খালেদা জিয়া দু’নৌকায় পা দিয়ে রেখেছেন। সিটি কর্পোরেশনের নির্বাচনও করবেন আবার পেট্রোল বোমা মারার নির্দেশ দেবেন তা হবে না। তিনি আরো বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধ তো দেখেননি। তিনি তো ক্যান্টমেন্টে ছিলেন। যুদ্ধে কত রক্ত ঝরেছে, কত মা বোনের ইজ্জত গিয়েছে তিনি তা জানেন না। তাই তিনি সাভার স্মৃতি সৌধে যান না। তিনি ঘরে বসে মানুষ মারার নির্দেশ দিচ্ছেন।

মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীরা বেগম জিয়ার আস্কারায় আজ আস্ফালন করছে। জামায়াত-শিবির ২০১৩ সালে যে উন্মাদনা সৃষ্টি করেছিল এ সমস্ত কিছুর দায় খালেদা জিয়ার। তিনি বলেন, বেগম জিয়া পেট্রোল মারার নির্দেশ দিয়ে শ্রমিক হত্যা করেছেন। শ্রমিকের রক্তের সিড়ি বেয়ে বেগম জিয়া ক্ষমতায় যেতে চান। শ্রমিকের রক্ত মারিয়ে বেগম জিয়া ক্ষমতায় যাবেন তা হতে দেব না। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে ঐক্য থাকতে হবে। নতুবা স্বাধীনতা বিরোধীরা আস্কারা পেয়ে যাবে। মনে রাখতে হবে আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, আজ দেশে উন্নয়নের গতি সৃষ্টি হয়েছে। আমরা যখন ৫ম বা ৬ষ্ঠ শ্রেণিতে পড়তাম তখন মার্চ এপ্রিলে বই পেতাম। এখন আমারা ১ জানুয়ারিতে বই পাই। বই পাবার জন্য বই উৎসব হয়। তিনি বলেন, চাঁদাবাজি ও বোমাবাজী করে বেগম খলেদা জিয়া দেশকে বিপন্ন করে তুলেছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাড়াতে হবে।