BGB-011

দৈনিকবার্তা-পাঁচবিবি (জয়পুরহাট), ২৭ মার্চ: জয়পুরহাটের পাঁচবিবিতে বিশেষ ক্যাম্প ও কড়িয়া কোম্পানী ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক ২টি অভিযানে ২টি টেম্পুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে।বিজিবি সূত্রে জানা গেছে,৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আঃ রাজ্জাকের দিক নির্দেশনায় বৃহস্পতিবার সকালে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার আঃ হামিদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে উপজেলার সমসাবাদ এলাকায় ঝটিকা অভিযান চালালে মটর সাইকেল ও বাই সাইকেল করে বহন করা ভারতীয় প্যান্ট পিচের কাপড় ৭৩৯ মি., শার্ট পিচের কাপড় ২৩৯ মি. ও ২৬০ কেজি জিরা চোরাকারবারীরা ফেলে পালিয়ে যায়।

বিজিবি’র উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮ লক্ষ ১৬ হাজার টাকা। অপর দিকে একই দিনে কড়িয়া কোম্পানী ক্যাম্পের নায়েব সুবেদার বরকত গোপন সংবাদের ভিত্তিতে বড় মানিক এলাকা থেকে ৩২০ কেজি জিরা, ৯৫ পিচ শাড়ী, ২ হাজার পিচ স্টিলের গ্লাস সহ ভারতীয় পণ্য বহনকারী ২টি টেম্পু আটক করে। আটক কৃত টেম্পু (১) শিপা পরিবহরন (চট্রো মেট্রো-দ-০২-০৯৩৫), (২) বৃষ্টি পরিবহন (চট্রো মেট্রো-দ-০২-৮৫১৯) সহ ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩৬ হাজার টাকা।