দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৭ মার্চ: চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আসন্ন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র মনজুর আলম।তিনি বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে এবং বাংলাদেশ জতীয়তাবাদী দলের সমর্থনে মেয়র পদে প্রার্থী হয়েছি। পাঁচ বছর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য আমি নগরবাসীর কাছে কৃতজ্ঞ। বিচারের ভার নগরবাসীর হাতে।শুক্রবার বিকালে বন্দরনগরীর জুবিলি রোডে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহের পর সাংবাদিকদের সামনে আসেন মনজুর।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ সময় তার সঙ্গে ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মেয়র মনজুর আলম। শুক্রবার দুপুর ৩টা ১৫ মিনিটে পদত্যাগের ঘোষণা দেন তিনি।সিটি কর্পোরেশনের কে বি আব্দুস সাত্তার মিলনায়তনে আয়োজিত এক সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন মনজুর আলম। এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমদ, সচিব রশিদ আহমদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।এরপর মেয়র পদে লড়তে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করবেন বলে জানান। এর আগে শুক্রবার জুমার নামাজের পর শাহ আমানত (র.) মাজারে জেয়ারত করতে যান মনজুর আলম। সেখান থেকে নগর ভবনে আসেন তিনি।ইতোমধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মনজুরকে বিএনপির পক্ষ থেকে সমর্থন দেয়া হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। এসময় প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনের নিকট ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন মনজুর আলম।পদত্যাগের পর মনজুর আলম বলেন,আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেছি। আজ থেকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১। এসময় দায়িত্ব পালনকালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
২০০৯ সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী- মেয়র পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে অযোগ্য হবেন। তিনি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক হলে তাকে পদত্যাগ কওে প্রার্থী হতে হবে।২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত শিক্ষাবিদ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন এম মনজুর আলম। গত বুধবার সংগঠনটির পক্ষ থেকে আবারও প্রার্থী ঘোষণা করা হয় এম মনজুর আলমকে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিএনপি’র পক্ষ থেকেও তাকে সমর্থন দেওয়া হয়।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল।