দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মার্চ: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে দলটির অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।২০ দলে সমালোচনা করে তিনি এ সময় অভিযোগ করেন, হরতালের নামে তারা দেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে।শুক্রবার রাজধানীর নবকুমার ইনস্টিটিউশনের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।দশম জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছে এবার সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ না করে সেই ভুল আর করবে না বলে আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।কামরুল ইসলাম বলেন, সিটি করপোরেশন নির্বাচনে যদি বিএনপি কোনো ধরনের সন্ত্রাস করার চেষ্টা করে তবে তা কঠোর ভাবে দমন করা হবে।
খাদ্য মন্ত্রী এ্যড.কামরুল ইসলাম বলেন, দেশে আজও ’৭১-এর মতই সন্ত্রাস হচ্ছে। ৭১-এর হায়েনাদের প্রেতাত্মারা আজও আগুন নিয়ে খেলা করছে। তারা আজ আগুন সন্ত্রাসে রূপ নিয়েছে।তিনি বলেন, তবে যে আগুন নিয়ে তারা খেলছে সে আগুনে পুড়েই তারা একদিন ধ্বংস হবে। কারন জঙ্গীবাদ-সন্ত্রাস ও বোমাবাজদের পরাজয় একদিন হবেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের সমস্ত স্বপ্ন চুড়মার হয়ে গিয়েছিল। কিন্তু আজ আবার আমরা যখন নতুন করে স্বপ্ন দেখছি । ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ঠিক এই মুহূর্তে আবারও নতুন করে আমাদের স্বপ্নকে ভেঙ্গে দেয়ার চেষ্টা চলছে।