1427378274

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মার্চ: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে বিএনপির কয়েকজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও চলমান আন্দোলন ও নির্বাচন একসঙ্গে চলবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।তিনি বলেন,বিএনপি নির্বাচনে বিশ্বাসী দল। আমরা সবসময় এ ব্যাপারে উদ্যোগী থাকি। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা হলে বিএনপি এই নির্বাচনে নিশ্চিত যাবে। শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসবক্লাবে স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক অলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের (ইসি) সর্বস্তরের মানুষের মতামত নেওয়া দরকার ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।আন্দোলন ও নির্বাচনের বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলে তিনি বলেন, দলের অনেকনেতাকর্মী মিথ্যা মামলায় কারাগারে। সরকারের নিপীড়ন-নির্যাতনের অনেকে আত্মগোপনে আছেন। তাদের ফ্রি করে দিতে হবে। আমরা মনে করি, আন্দোলন ও নির্বাচন একে অপরের পরিপূরক। আন্দোলন ও নির্বাচনে একসঙ্গে চলবে।

মাহবুবুর রহমান বলেন, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, পেশাজীবী, চিন্তাবিদ ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনায় বসা উচিত ছিল।এর জন্য যদি আরও ছয় মাস অপেক্ষা করতে হতো, সেটাও করা উচিত ছিল বলে মনে করেন মাহবুব।তিনি বলেন,গণতন্ত্রের স্বার্থে জনগণের সঙ্গে আমরা আছি। তবে এ নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। নির্বাচনের জন্য একটা দলেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। আমরা আশা করবো মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে, তা মুক্ত করার দায়িত্ব নির্বাচন কমিশন ও সরকারের।তিনি প্রশ্ন তোলেন, নির্বাচনে বিএনপি নেতারা কীভাবে যাবেন? তারা তো জেলে।আমাদের হাজার হাজার নেতাকর্মী মামলায় জর্জরিত। বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, জুলুম ও নির্যাতনের ভয়ে মানুষ পালিয়ে বেড়াচ্ছেন।মাহবুবুর রহমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম শুরু হয়েছে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তাকে ঈপ্সিত লক্ষ্যে নিয়ে যাওয়াই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ।জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান নিজামী।আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমার বড়ুয়া প্রমুখ।