দৈনিকবার্তা-সিংগাইর(মানিকগঞ্জ), ২৬ মার্চ: সিংগাইর উপজেলার জয়মন্টপ বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার ভোর রাতে ভয়াবহ অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ এতে ৩০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷ ৰতির পরিমান দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকা৷ অগি্নকান্ডের ঘটনায় এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীরা সিংগাইর উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন৷জানা গেছে, রাত সাড়ে ৩ টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ সড়কের জয়মন্টপ পুরাতন বাসস্ট্যান্ডের ডাঃ ইলিয়াস পিবিন এর ব্যক্তিগত অফিস থেকে অগি্নকান্ডের সুত্রপাত হয়৷ মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে৷ এতে মন্টু দাসের মুদি দোকান, মোশারফের হার্ডওয়্যারের দোকান, সুবল দাসের মুদি দোকান, আমজাদের হক ফার্মেসী, শহিদুলের ফলের দোকান, পংকজ শীল, সুদেব শীল, ভুলু শীল, সনাতন শীলের সেলুন, উজ্জলের মিষ্টান্ন ভান্ডার, জিতেনের ফলের দোকান, শানত্মির চা স্টল, ফনির সাইকেল মেকানিকের দোকান, নারায়নের ডিম ও পানের দোকান, আবুলের আঞ্জু টেইলার্স ও থান কাপড়ের দোকান, প্রানেষ ডাক্তারের জনকল্যান ফার্মেসী, দুদুর নদী টেইলার্স, দিপকের ক্রোকারিজ, কাজিমের গার্মেন্টস, আজাহার উদ্দিনের গার্মেন্টস, শহিদের মোল্লা ফার্মেসী, লাল মিয়ার হোটেল, সুরুজের ক্রোকারিজ ও রেজাউলের একটি মুদি দোকানের সমসত্ম মালামাল পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়৷
স্থানীয় ব্যবসায়ীদের মতে, অগি্নকান্ডে দিপক ক্রোকারিজ, প্রানেষ ডাক্তারের জনকল্যান ফার্মেসী ও আবুলের আঞ্জু টেইলার্স এর ব্যাপক ৰতি সাধিত হয়৷ প্রত্যৰদর্শী ওই বাসষ্ট্যান্ডে নিয়োজিত পাহাড়াদার আয়নাল বলেন, রাত সাড়ে ৩ টার দিকে ডাঃ ইলিয়াস পিবিনের অফিস থেকে হঠাত্ আগুনের ধোঁয়া বের হয়৷ আমি আমার সঙ্গীয় অপর পাহাড়াদার বিশাকে সঙ্গে নিয়ে ওই অফিসের মধ্যে ঘুমিয়ে থাকা মালিক ইলিয়াস পিবিনকে ডেকে ওঠাই৷ এ সময় মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে৷ স্থানীয়রা শত চেষ্টা করেও আগুনে নিভাতে ব্যর্থ হয়৷ পর্যায়ক্রমে সারিবদ্ধ দোকানগুলো একের পর এক পুড়ে ছাই হয়ে যায়৷ এদিকে ভোর সাড়ে ৪ টার দিকে সাভার ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে আসে৷ দমকল বাহিনীর কর্মী ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে৷ বিদু্যতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে৷সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও এলাকাবাসী সিংগাইর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবীতে বিক্ষোভ মিছিল করে৷ মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তবে ক্ষতিগ্রস্থরা কোন সরকারি সাহায্য সহযোগীতার আশ্বাস পায়নি বলে জানা গেছে৷