kamrul-1422513389

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: খাদ্য মন্ত্রী এ্যড.কামরুল ইসলাম বলেছেন, দেশে আজও ‘৭১-এর মতই সন্ত্রাস হচ্ছে৷ ৭১-এর হায়েনাদের প্রেতাত্মারা আজও আগুন নিয়ে খেলা করছে৷ তারা আজ আগুন সন্ত্রাসে রূপ নিয়েছে৷

তিনি বলেন, তবে যে আগুন নিয়ে তারা খেলছে সে আগুনে পুড়েই তারা একদিন ধ্বংস হবে৷ কারন জঙ্গীবাদ-সন্ত্রাস ও বোমাবাজদের পরাজয় একদিন হবেই৷ তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের সমসত্ম স্বপ্ন চুড়মার হয়ে গিয়েছিল৷ কিন্তু আজ আবার আমরা যখন নতুন করে স্বপ্ন দেখছি ৷ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি৷ ঠিক এই মুহূর্তে আবারও নতুন করে আমাদের স্বপ্নকে ভেঙ্গে দেয়ার চেষ্টা চলছে৷

খাদ্য মন্ত্রী বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৪৫তম দিবস পালন উপলক্ষে কেরাণীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ৷ এসময় অন্যান্যের মধ্যে আরো উপস’িত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম , উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান, প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা মো.ইসমাইল হোসেন, মত্‍স কর্মকর্তা সৈয়দ মো.আলমগীর, পরিবেশ ও বন কর্মকর্তা মোশারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরম্নজ্জামান প্রমুখ৷

অনুষ্ঠানে কেরাণীগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়৷ এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাত্‍পর্য তুলে ধরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথর্ীদের সমন্বয়ে মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করা হয়৷