দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পবিার রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে সামরিক সমরাস্ত্র প্রদর্শনী-২০১৫ পরিদর্শন করেছেন৷রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে পৌঁছলে জেট বিমানের কসরতের মাধ্যমে বিমান বাহিনীর একটি ফ্লাইপাস্ট তাকে অভ্যর্থনা জানায়৷ লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান রাষ্ট্রপতিকে সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন৷রাষ্ট্রপতি পরে তিন বাহিনীর সমরাস্ত্র সজ্জিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন৷
সামপ্রতিক সময়ে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন, জাতিগঠনে তিন বাহিনীর ভূমিকা, জাতিসংঘ শানত্মিরক্ষা কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে সজ্জিত এসব স্টল তিনি পরিদর্শন করেন৷রাষ্ট্রপতি যুদ্ধ বিমান মিগ-২৯ এর অ্যারেবেটিক শো এবং ছত্রী সেনাদের প্যারা ট্রুপিং দেখেন৷এর আগে রাষ্ট্রপতি জাতীয় প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী রাষ্ট্রপতিকে স্বাগত জানান৷ স্বাধীনতা ও জাতীীয় দিবস উপলক্ষে নয় দিনব্যাপী আয়োজিত এই সমরাস্ত্র প্রদর্শনী গত ২২ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷