1410

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বহুতল বিপণীবিতান প্রিয়াঙ্গণ শপিং সেন্টারে অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রিয়াঙ্গণ শপিং সেন্টারে আগুন লাগে৷

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকার বহুতল বিপণীবিতান প্রিয়াঙ্গণ শপিং সেন্টারের আগুন নির্বাপণ করে দমকল বাহিনীর কমর্ীরা৷ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগি্নকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি৷তবে আগুনে প্রায় ওই শপিং সেন্টারের দোকানের মালামাল পুড়ে ব্যাপক ৰয়ৰতি হয়েছে৷এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ৰতিগ্রসত্ম হয়৷

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে প্রিয়াঙ্গণ শপিং সেন্টারে আগুন লাগে৷খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পলাশী, লালবাগ,সদর দফতর ও মোহম্মদপুর ফায়ার স্টেশন থেকে মোট ৮টি ইউনিট কাজ করেছে৷বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার কমর্ীরা৷তিনি জানান,বৈদু্যতিক গোলযোগের কারণে এই অগি্নকান্ডের সূত্রপাত হয়৷