kamal.sk_

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন বলেছেন, খারাপ আম্পায়ারিং হলে কী অবস্থা হয়, সেটা বাংলাদেশ-ভারত ম্যাচে দেখেছি৷ সিটি কর্পোরেশন নির্বাচনে যেন নির্বাচন কমিশন (ইসি) আইসিসি’র মতো আম্পায়ারিং না করে৷বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷

সিটি করপোরেশন নির্বাচনকে ২০ দল তামাশার নির্বাচন বলছে- এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল বলেন, তিন সিটি কর্পোরেশন নির্বাচন যেন তামাশার না হয় ইসি’কে সেই ব্যবস্থা নিতে হবে৷ ইলেকশন কমিশন যেন ভালো একটা নির্বাচন উপহার দেয়৷ ইসি যেন নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলে৷তিনি বলেন, সময়মতো সিটি নির্বাচন না হওয়া সংবিধান পরিপন্থী৷ নির্বাচন হতে এতো দেরি হলো কেন, সেই জবাব দিতে হবে৷সাংবিধানিক অধিকার প্রসঙ্গে এ সংবিধান প্রণেতা বলেন, দেশের সব ক্ষমতার মালিক সাধারণ জনগণ৷ আমাদের মালিক হিসেবে জবাব চাইতে হবে৷ আমরা মালিকানা হারাতে প্রস্তুত নই৷দেশের চলমান রাজনীতির প্রসঙ্গে ড. কামাল বলেন, সুস্থ রাজনীতিতে যারা আঘাত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে৷ কারণ সকল ক্ষমতার মালিক আমরা সাধারণ জনগণ৷

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি৷ বৃহস্পতিবার সকাল সাতটায় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা৷

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, জাতীয় পার্টি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, কেন্দ্রীয় নেতা আব্দুস সাত্তার গালিব, আবুল কালাম আজাদ, এয়াকুব আলী, সোলায়মান সামিসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন৷ নেতাকর্মীরা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন৷