DSC_0118_2

দৈনিকবার্তা-দাগনভূঞা, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গতকাল বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞার গজারিয়া হাই স্কুলে ‘স্বাধীনতা দিবস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরনী স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷স্কুলের উদ্যোক্তা ও সমাজসেবক মোঃ নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথির ছিলেন পুর্তগাল প্রবাসী ওমরাবাদ গ্রামের কৃতি সন্তান মোঃ সোহেল৷ বীকন মডেল কলেজের প্রভাষক ও দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল্ল্লাহ আল-মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডের ম্যানেজার শফিকুর রহমান, প্রবাসী রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম সামছুল হুদা৷

বক্তব্য রাখেন দারুল উলুম মাদ্রাসার সভাপতি আবুল বাশার, ব্যবসায়ী সাহাব উদ্দিন ভূঞা, বিকিরণ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন, কনসালটেন্সি ফার্ম শিফট ডিজাইন স্টুডিও এর সিইও প্রকৌশলী মোকাররম বিল্লাহ, প্রবাসী হামিদুর রহমান, লিটন, আবু আহমদ, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, ছাত্রদল নেতা এমরান হোসেন, জামায়াত নেতা ইমাম উদ্দিন, স্কুলের শিক্ষক আবুল কালাম, বরইয়া হাই স্কুলের শিক্ষক নুরুল আফসার প্রমুখ৷ অনুষ্ঠানে মাসিক পরীক্ষার পুরস্কার, কবিতা আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ৷এর আগে সকালে স্কুলের শিক্ষার্থীরা দাগনভূঞা উপজেলা কমপ্লেক্্র গ্রাউন্ডে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ব ‘বিজয় চত্তর’ এ ফুলের শ্রদ্ধাঞ্জলী অর্পন করে৷