দৈনিকবার্তা-পটুয়াখালী, ২৬ মার্চ: শহীদদের আত্নত্যাগের প্রতি সম্মান জানানোর সময় শিষ্টাচার ভেঙ্গে শহীদ বেদীতে জুতা পায়ে ফুল দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ৷ বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরের স্বাধীনতা সত্মম্বে জুতা পায়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের এমন দৃশ্য দেখে উপস্থিত অনেকে হতবিহব্বল হয়ে পড়েন৷জানাগেছে,সকাল ৭টায় তখন ফিরোজ এসে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমানকে সাথে নিয়ে জাতীয় সংসদের চীফ হুইপ হিসাবে প্রথম শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদিতে ওঠেন৷ তখন জুতা খুলে শহীদ বেদিতে উঠার জন্য অনেকে অনুরোধ করলে তিনি বলেন, ‘এটা বাউফল, এটা তো ঢাকা না৷ বাউফলে উঠলে কিছু হয় না৷’ পরে উপজেলা আওয়ামী লীগের পৰে ফুল দিতে গিয়ে ফিরোজসহ তাঁর দলীয় কয়েক নেতা জুতা পায়ে দৃষ্টতা দেখান৷ বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে৷
ঘটনার সময়ে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক পৌর সদরের একাধিক ব্যাবসায়ী বলেন, শহীদদের প্রতি এমন অববননা মেনে নেয়া কষ্টকর৷ ক্ষমতার উচ্চ আসনে থেকে ও নিজেকে স্বাধীনতার স্বপক্ষের মানুষ পরিচয় দিয়ে বেদীতে কিভাবে জুতা নিয়ে ওঠেন তিনি৷ বিষয়টি কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হালিম বলেন, ‘পবিত্র জুতা পায়ে জানাজার নামাজ পড়া যায়৷ হয়তো চীফ হুইপ মহোদয়ের জুতা পবিত্র ছিল এ কারণে তিনি জুতা খোলেন নি৷ তবে জুতা খুললে ভাল হতো৷