Rongtulita-Muktijudho15-Upolakhey-Press-Meet-Image

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: প্রবীণ বরেণ্য শিল্পীদের তুলির আঁচড়ে ক্যানভাসে উদ্ভাসিত হলো নবীনের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো চ্যানেল আই আয়োজিত ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’।

এ আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে আইএফআইসি ব্যাংক। বরেণ্য পঞ্চাশজন চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা দু’টা ত্রিশ মিনিটে থেকে এ আয়োজন শুরু হয়, চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। এবারের অনুুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্মরণে। মুক্তিযুদ্ধ বিষয়ক এই চিত্রকলা অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবীদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ যাদুঘরকে দেয়া হয় সম্মাননা। মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাষ্টি বোর্ডের সদস্য সারোয়ার আলী এবং তারিক আলীর হাতে সম্মাননা,ক্রেষ্ট তুলে দেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালনা পর্ষদ সদস্য আবদুর রশীদ মজুমদার, জহিরউদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু এবং আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী।

চিত্রাংকনের পাশাপাশি মূল মঞ্চে দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। আবৃত্তি করেন কবি আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী এবং হাসান আরিফ। চ্যানেল আই পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। অনুষ্ঠানে চিত্রাকংন করেন মনিরুল ইসলাম, বীরেন সোম, সৈয়দ ইকবাল, মনিরুজ্জামান, আবদুল মান্নান, শেখ আফজাল, সব্যসাচী হাজরা, খালিদ মাহমুদ মিঠু, বিপাশা হায়াত, নাসিম আহমেদ নাদভী, নাঈমা হক, রফি হক, রেজাউন নবী, সোহানা শাহরীন, আলপ্তগীন তুষার, সৈয়দ জাহিদ ইকবাল, অনুকুল চন্দ্র মজুমদার, মোঃ জহির উদ্দিন, হামিদুজ্জামান খান, লায়লা শারমীন, রনজিৎ দাস, জাহিদ মুস্তাফা প্রমুখ।

শিল্পীরা অংকিত ছবির বিষয়বস্তু আগত অতিথিদের মাঝে উপস্থাপন করেন। অনুষ্ঠানে শিশু একাডেমির ক্ষুদে আঁকিয়েরা চিত্রাংকনে অংশ নেয়। এ আয়োজনে সহযোগিতা করে গ্যালারী চিত্রক। ছবিগুলোর বিক্রির অর্থ থেকে সরাসরি ৫০ ভাগ প্রদান করা হবে যুুদ্ধাহত খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ যাদুঘরকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রযোজনা করেন আমীরুল ইসলাম।