41917_1

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ মার্চ: বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে পশ্চিমাদের উদ্বেগ প্রকাশ অব্যাহত রয়েছে৷সংকট নিরসনে সংলাপের জন্য আবারও আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷অন্যদিকে, দ্রুত অবাধ, সুষ্ঠু নির্বাচন, গুম ও খুন বন্ধ এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ওপর চাপ তৃষ্টি করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান রেখেছে দেশটির পার্লামেন্ট৷

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে তারা সজাগ রয়েছেন৷ তিনি আশা করেন, রাজনীতিবিদরা সংলাপ শুরু করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে পারবেন৷ ওয়াশিংটনে মঙ্গলবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়বিষয়ক উপ-কমিটির এক শুনানিতে নিশা বিসওয়াল এই মন্তব্য করেছেন৷

তিনি আরও বলেন, গণতন্ত্রকে ঊধের্্ব তুলে ধরে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতার কোনো বিকল্প নেই৷ কংগ্রেসম্যান ম্যাট সালমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে নিশা বিসওয়াল এবং মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির এশিয়া বু্যরোর সহকারী প্রশাসক জোনাথন স্টিভারস বক্তব্য দেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন সেখানে উপস্থিত ছিলেন৷নিশা বিসওয়াল তার বক্তব্যে ২৬ ফেব্রুয়ারি ব্লগার ও লেখক অভিজিত্‍ হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, মার্কিন নাগরিক অভিজিত্‍ বাংলাদেশের সংবিধানে বর্ণিত অধিকার চর্চা করছিলেন৷ কিন্তু ধর্মীয় উগ্রপন্থীরা তা সহ্য করতে পারেনি৷ এফবিআই তদন্তে সহায়তা করছে৷ হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর৷

ব্রিটিশ পার্লামেন্ট : এদিকে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা গুম ও বিচারবহির্ভূত হত্যা বন্ধে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ব্রিটিশ পার্লামেন্টে আর্লি ডে মোশন নামের এই প্রস্তাব নেয়া হয় সোমবার৷এই প্রস্তাবে সই করেছেন রক্ষণশীল দলের পিটার বটমলে ও বব ব্ল্যাকম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির জুলিয়ান হাপার্ট ও বব রাসেল, লেবার পার্টির জন ম্যাকডোনেল ও লিস ম্যাকিনস, সোস্যাল ডেমোক্রেট অ্যান্ড লেবার পার্টির মার্ক ডুরকেন, রেসপেক্ট পার্টির জর্জ গ্যালাওয়ে, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শানন এবং স্বতন্ত্র এমপি মাইক হ্যানকক৷

এমপিরা উল্লেখ করেন, বাংলাদেশে অবাধ ও উন্মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার অভাব রয়েছে৷ এই ক্ষেত্রে তারা সামপ্রতিককালে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গুম করার বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন৷ প্রস্তাব সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করাসহ আরও অনেক গুমের ঘটনা ঘটেছে৷ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে বারবার বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে৷ এমপিরা বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে দ্রুতই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে৷ গুম ও বিচারবহির্ভূত হত্যার অবসান হতে হবে এবং বাংলাদেশে অবাধে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে৷