16903057901_24d5793ac3_b

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৬ মার্চ: কেন্দ্র থেকে ঘোষণা না এলেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমকেই আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে চট্টগ্রাম বিএনপি।বৃহস্পতিবার বিকালে নগরীর মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় চট্টগ্রাম বিএনপির জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠক শেষে এ সমর্থনের ঘোষণা দেওয়া হয়।

আমীর খসরু বলেন,চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে মনজুর আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে আমরা নগর, উত্তর ও দক্ষিণের নেতারা বসেছি। সবাই একমত হয়েছি, আমরা তাকে মেয়র নির্বাচিত করতে চাই।বুধবার চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে বর্তমান মেয়র মনজুরকে আসন্ন নির্বাচনের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়, যে ফোরাম থেকে আগেরবারও নির্বাচনী লড়াইয়ে বিজয়ী হয়েছিলেন তিনি।

আমীর খসরুবলেন, আমরা চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে তাকে সমর্থন দিলাম। কেন্দ্রীয় বিএনপির ঘোষণা এখনো আসেনি।বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম বিএনপির নেতা এস এম ফজলুল হক, নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম ও আবু সুফিয়ান প্রায় তিন ঘণ্টার এ বৈঠকে উপস্থিত ছিলেন। নগর বিএনপির থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভা চলাকালে সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন।

একইসঙ্গে সমস্ত ভুল ভ্রান্তি কাটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে নির্বাচনে নিজেদের প্রার্থীকে জয়ী করতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান বিএনপি’র কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক করা হয়েছে দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমানকে এবং নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে নির্বাচনী প্রধান এজেন্ড করা হয়েছে।

নগর বিএনপির পক্ষ থেকে সমর্থন জানানো হলেও এখনো পর্যন্ত কেন্দ্র থেকে চূড়ান্তভাবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।বিএনপি সমর্থিত শিক্ষাবিদ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে এম মনজুর আলমকে প্রার্থী ঘোষণার একদিন পর নির্বাচনের কৌশল নির্ধারণে এ বৈঠকে বসেন বিএনপি’র শীর্ষ নেতারা।

জরুরী বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল নোমান বলেন,নির্বাচনে অংশ নেওয়াকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমরা দলের সিনিয়র নেতারা আলোচনা করে মনজুরকে মেয়র প্রার্থী করার জন্য সুপারিশ করেছি। আশা করি কেন্দ্র থেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হবে।

আবদুল্লাহ আল নোমান বলেন,এম মনজুর আলমকে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি থেকেও তাকে মেয়র প্রার্থী করার জন্য সুপারিশ করেছি। নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে নির্বাচনে গতবারের থেকেও আরও বড় ব্যবধানে জয় লাভ করবো আমরা।আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকারের উদ্দেশ্য নির্বাচন নয়, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা। কিন্তু চট্টগ্রামে এবার তারা সেটা করতে পারবে না। যদি কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যায় তাহলে দলীয় নেতাকর্মী দ্বারা তা প্রতিরোধ করা হবে।

নোমান বলেন, নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে সরকারের মনোভাব দেখবো।জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আর জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়ী করে আনবো।নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। তাই আমরা আজ মেয়র মনজুরসহ বৈঠকে বসেছি। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনসহ তিনটি নির্বাচনের মেয়র প্রার্থী একসঙ্গে ঘোষণা করা হবে। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া বিএনপির চলমান আন্দোলনেরই একটি অংশ।জনগণের বাক স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছে। বৈঠকে এম মনজুর আলম বলেন, এর মধ্যেই চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে আমাকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি থেকেও কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করা হবে। এ কয়েক বছরে মানুষের জন্য কাজ করেছি। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হবো। এসময় মনোনয়ন পত্র সংগ্রহের পর মেয়র পদ থেকে পদত্যাগ করবেন বলেও জানান তিনি।