দৈনিকবার্তা-নীলফামারী, ২৫ মার্চ: রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নামে মূল্যবান ওষুধসহ ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া এবং দুই লাখ টাকা চাঁদা দাবী করায় বাংলাদেশ রেলওয়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার নীলফামারী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল ইসলাম পলাশ। মামলা নং-সিআর ৫৩/১৫। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে।
অভিযুক্ত কর্মকর্তাগণ হলেন-রেলওয়ে পাকশী বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, ৭-৮ নং কাচারীর ফিল্ড কানুনগো মনোয়ারুল ইসলাম, ৭নং কাচারীর আমিন মোঃ মনজুরুল হক, ১৩-১৪ নং কাচারীর ফিল্ড কানুনগো জিয়াউর রহমান, রেলওয়ে পাকশী রাজস্ব শাখার সার্কেল অফিসার রাফিউল ইসলাম ও সহকারী ভু-সম্পত্তি কর্মকর্তা মোঃ রেজওয়ানুল হক।
অভিযোগে জানা গেছে, গত ১৮ ও ১৯ মার্চ জেলার সৈয়দপুর উপজেলায় বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান চলাকালীণ রেলওয়ে কর্মকর্তাগণ প্রিয়া ফার্মেসী নামের একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম পলাশের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কর্মকর্তাগণের নির্দেশে অন্যায়ভাবে প্রিয়া ফার্মেসী ভাংচুর করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের থাকা প্রায় ৫০ লক্ষাধিক টাকার মূল্যবান ওষুধ নষ্ট হয়ে যায়। বৈধ কাগজপত্র থাকার পরও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও মালামাল নষ্ট করায় রেলওয়ের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। রেলওয়ের আইনজীবি এ্যাডভোকেট রাফিউল ইসলাম খাজা মামলা করার সত্যতা স্বীকার করেন।