1427282855

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মার্চ: হরতাল-অবরোধ অব্যাহত রেখে সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।বুধবার দুপুরে রাজধানীর ইন্সস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।চলমান রাজনীতি নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে নৌকা সমর্থক গোষ্ঠী।

সন্ত্রাস ও নির্বাচন এক সঙ্গে হয় না এ কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচনের আগেই বিএনপি নেত্রীকে হরতাল-অবরোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে। হরতাল-অবরোধের মতো কর্মসূচি রেখে নির্বাচনে অংশগ্রহণ কোনো নিয়মতান্ত্রিক গণতন্ত্রের ধারা হতে পারে না বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।তিনি আরো বলেন, বিএনপিসহ ২০ দলকে এককভাবে পেট্রোলবোমার রাজনীতি ও হরতাল অবরোধের রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দিতে হবে তবেই লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্ন আসবে।

হরতাল-অবরোধ তুলে নিলেই সিটি করপোরেশনের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হবে বলে মন্তব্য করেছেন আ’লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।সভায় সুরঞ্জিত বলেন, সিটি নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য বিএনপির বুদ্ধিজীবীরা নির্বাচন কমিশনে যাবেন। নির্বাচন কমিশনে না গিয়ে জনতার কমিশনে যান। বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে যান। কেননা হরতাল-অবরোধ অব্যাহত রেখে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না।

ককটেল- পেট্রোল বোমা মেরে বৈষম্য সৃষ্টি করেছেন। এর দায় আপনাদেরকেই নিতে হবে। আড়াই মাসের তাণ্ডবে নিরীহ মানুষ প্রাণ দিল, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলো। এর দায় ২০ দলকে এককভাবে নিতে হবে। হরতাল-অবরোধ ও পেট্রোল-বোমা থেকে সরে আসতে হবে। তাহলেই লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলীগ নেতা আব্দুল হাই কানু, রেজাউল করিম এবং সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী।