06_Bank_Open_090313

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মার্চ: ঢাকা ও চট্টগ্রাম মহানগরের তফসিলি ব্যাংকের সব শাখা শুক্র ও শনিবার খোলা থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে জানানো হয়, ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকার ট্রেজারি চালান বা পে-অর্ডার বা কোনো তফসিলি ব্যাংকের রসিদ সংগ্রহের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই এসব এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (২৭, ২৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম বরাবর পাঠানো হয়েছে।

মো. সামসুল আলম স্বাক্ষরিত ওই চিঠি উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র দাখিলকারীদের নির্ধারিত জামানত জমাদানের প্রমাণ স্বরূপ ট্রেজারি চালান বা পে-অর্ডার বা যেকোনো তফসিলি ব্যাংকের রসিদ মনোনয়পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। কিন্তু আগামি ২৬ মার্চ বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি এবং ২৭ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার সরকারি সাপ্তাহিক ছুটি কারণে ব্যাংক বন্ধ থাকায় তিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা ট্রেজারি চালান বা পে-অর্ডার বা যেকোনো তফসিলি ব্যাংকের রসিদ সংগ্রহ করতে পারবেন না।এজন্য আগামী ২৭ শুক্রবার ও ২৮ মার্চ শনিবার ঢাকা-চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে ওই চিঠিতে।ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এ তিনি সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামি ২৮ এপ্রিল। সে লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।