samsar_mobin-_81542

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মার্চ: চকবাজার থানায় গাড়ি ভাঙচুর মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর জামিন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ। চকবাজার থানায় দায়ের করা মামলায় বুধবার তার আইনজীবী এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া জামিন আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানী শেষে তার জামিন নামঞ্জুর করেন। ২০১০ সালের ২৭ জুন গুলশানে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শমসের মবিন চৌধুরী ছাড়াও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।