দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ,২৫ মার্চ: পদ্মা সেতু পাইলিংয়ের মূল কাজ শুরু হবে অক্টোবরেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করবেন। আগামী ২০১৭ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পূণরূপে শেষ হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান।অতি ব্যবহার ও অপপ্রয়োগে হরতাল অবরোধকে বিএনপি একটি অকার্যকর ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।এ সময় ওবায়দুল কাদের বলেন, এখন আন্দোলনের নামে বিএনপি যা করছে তা গণহত্যা, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। ওবায়দুল কাদের বলেন, হরতাল হচ্ছে গণআন্দোলনের চূড়ান্ত পর্যায়ের কার্যকর হাতিয়ার। কিন্তু অতি ব্যবহারে ও অপপ্রয়োগে হরতাল-অবরোধকে বিএনপি একটি অকার্যকর ও ভোঁতা হাতিয়ারে পরিণত করেছে।
ওবায়দুল কাদের বলেন, গণহত্যা করে গণ-আন্দোলন হয় না। আজকে আন্দোলনের নামে যা হচ্ছে, তা হচ্ছে গণহত্যা। তাঁদের আন্দোলন ককটেল আর পেট্রল বোমায়। নির্বাচন আর আন্দোলন এক সঙ্গে হয় না। তাঁদের আন্দোলনের আর কোনো উপায় বাদ নেই।