timthumb

দৈনিকবার্তা-নীলফামারী, ২৫ মার্চ: নীলফামারীর ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই জন কোমলমতি শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেছে শিক্ষক। আহত শিক্ষার্থীদের দেখে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, ইউএনও রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামসহ অনেকেই। ওইদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডিজিটাল মেলায় প্রস্ততি সভা চলাকালে আহত দুই জন শিক্ষার্থীকে নিয়ে এসে অভিভাবকরা এই অভিযোগ করেন। এসময় ইউএনও আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। জানা যায়, উপজেলার দক্ষিণ তিতপাড়া হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী বেগম বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করেন ১ম শ্রেণির ছাত্র নাহিদ হাসানকে। কান্নাজড়িত কন্ঠে নাহিদের পিতা মতিউর রহমান জানান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শেফালী বেগম পিটিয়ে নাহিদের বাম হাতের ৩টি আঙুল ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি বিষয়টির আইনগত ব্যবস্থাসহ ওই প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক শেফালী জানায়, ঘটনাটি সত্য নয়। অপর ঘটনাটি ঘটে ডিমলা সদরের দিলররুবা মহিকুল কিন্ডার গার্ডেনে। প্লে গ্র“পের ছাত্রী মানসী রানীকে বেত্রাঘাতে আহত করেছে প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আবু রায়হান। সে বালাপাড়া ইউনিয়নের রুপাহারা গ্রামের মানিক চন্দ্র রায়ের কন্যা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানায়, ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ডিমলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।