25-03-15-Jhenidah_AL Conference-2

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৫ মার্চ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্র“পের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে। এতে ২০ জন আহত হয়েছে। এসময় ৫ শতাধিক চেয়ার ও ব্যানার ভাংচুর করা হয়। এ ঘটনার পর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।সকাল ১০টার থেকে সম্মেলন স্থলে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করে। একপর্যায়ে মঞ্চের সামনের জায়গা দখল ও চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি ও সহ-সভাপতি শফিকুল ইসলাম অপুর কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিত-া হয়। পরে তারা লাঠিসোটা নিয়ে এক গ্রুপ অন্য গ্রুপকে ধাওয়া করে। এসময় তারা মঞ্চের সামনে থাকা ৫ শতাধিক চেয়ার ভাংচুর করে। আহত হয় ৫ জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ ঘটনার পর সম্মেলন স্থল সহ শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনা মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ ১০ বছর পর বুধবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।সর্বশেষ ২০০৫ সালের ২৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সরাসরি ভোটে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই সভাপতি ও এ্যাডভোকেট আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।