দৈনিকবার্তা-ঢাকা, ২৫ মার্চ: ইয়েমেন সীমান্তের কাছে সেনাঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ইয়েমেনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এ ঘাটি নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে। অবিলম্বে এ ঘাঁটি তৈরির নির্দেশ দিয়েছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান আলি সৌদ। এ ঘাঁটির কাছাকাছি কয়েকটি প্রশিক্ষণ ভবনও তৈরি করা হবে। গোলযোগপূর্ণ দেশটিতে হুথি যোদ্ধারা যখন বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধ করেছে তখন এ সিদ্ধান্ত নিল সৌদি আরব।
এ ছাড়া, রাজধানী সানা ও বন্দর নগরী এডেনের মধ্যে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহরে তিয়াজের নিয়ন্ত্রণ নিয়েছে আনসারুল্লাহর যোদ্ধারা।নিরাপত্তা সূত্রগুলো বলছে, পলাতক প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত বাহিনীকে পরাজিত করে শহরটির বিমান বন্দর দখল করে নেয় হুতি যোদ্ধারা।