দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মার্চ: মঙ্গলবার সকাল থেকেই ঢাকার তাপমাত্রা ছিল খানিকটা বেশী৷ আর বেলা বাড়ার সাথে সাথে তার তেজ আরো বেড়ে যায়৷ শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা আবাহনী লিমিটেড বনাম উজবেকিস্তান অনূধর্্ব-২৩ দলের মধ্যকার ম্যাচেও সেই তাপদাহের প্রভাব লক্ষ করা গেছে৷ অতিরিক্ত গরমের কারণে খেলায় স্বাভাবিক খেলার ছন্দ পতন হয়েছে বারবার৷ অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতা পূর্ন ম্যাচটি শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র হয়৷
ম্যাচের প্রথম থেকেই দুই দলই বুঝে শুনে খেলতে থাকে৷ হোয়াইট উলভস\’ খ্যাত উজবেক দল তাদের উইঙ্গারদের পূর্ন ব্যবহার নিশ্চিত করে ম্যাচে৷ আর জমাট বাধা মাঝমাঠ উজবেকিস্তানের খেলায় পূর্নতা এনে দেয়৷ তবে এ যাত্রা আবাহনীকে রক্ষা করে দলটির দুই বিদেশী উইঙ্গার৷ না হলে ম্যাচ জুড়ে ব্যবধান বাড়াতে ব্যস্ত সময় পার করেছে সফরকারী দলটি৷
তবে শেষ সময়ে উজবেক আক্রমণভাগ বেশ কয়েকটি মোক্ষম সুযোগ পেলেও জালের ঠিকানা খুজে পায়নি৷ আর ম্যাচ জুড়ে আবাহনী যে আক্রমণ সানিয়েছে তার কোনটিই গোল হয়নি৷ তাই নির্ধানিত সময় শেষে ম্যাচটি ড্র হয়৷এ ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের হেড কোচ ক্রুইফ, জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ বেশ কিছু খেলোয়াড়৷আগামী ২৭ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া এএফসি অনূধর্্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া অনূধর্্ব-২৩ দল৷