দৈনিকবার্তা-ঢাকা, ২৪ মার্চ: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকটে অবরোধ-হরতালের কারণে দেশের যে ৰতি হয়েছে তা আগামী ২৫ বছরে পূরণ করা সম্ভব হবে না৷ আর এই রাজনৈতিক সংকটের মূল কারণ জনমতের বিরুদ্ধে জবরদসত্মি শাসন৷ মঙ্গলবার বিকেলে অবস্থান কর্মসূচীর ৫৬ তম দিনে তার সাথে সংহতি প্রকাশ করতে আসা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি একথা বলেন৷ বঙ্গবীর বলেন, দেশের বর্তমান সংকটের মূলে রয়েছে গত বছরের ৫ জানুয়ারির ভোটারবিহীন, প্রাথর্ীবিহীন তামাশার নির্বাচন৷ তাই সকলের অংশগ্রহণে একটি জাতীয় নির্বাচন ছাড়া এই সংকটের সমাধান আসবে না৷”তিনি বলেন, প্রধান বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের বাইরে থাকা সকল দলকে সাথে নিয়ে চলা, কিন্তু বিএনপি সেটা করতে সফল হয়নি বলেই সরকারবিরোধী আন্দোলন সাফল্য পায়নি৷
বেগম খালেদা জিয়ার প্রতি অবরোধ প্রত্যাহার এবং শেখ হাসিনার উদ্দেশ্যে আলোচনায় বসে দেশ ও মানুষ বাঁচানোর দাবীতে গত ২৮ জানুয়ারি থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ফুটপাথে অবস্থান কর্মসূচী পালন করছেন৷ আজ (সোমবার) কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহবায়ক হাবিবুননবী সোহেল, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপসহ শতাধিক নেতা-কমর্ী তার সাথে অবস্থান করছেন৷ এদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এক আলোচনা সভা আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেল মতিঝিলের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে৷