7_murder-1427182862

দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ ২৪ মার্চ: নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জনান, মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চাঁদনি রুপমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৭দিনের রিমান্ড মঞ্জুর করে। সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুনিয়ারচং থেকে রহম আলীকে পুলিশ আটকের পর সেভেন মার্ডার মামলায় গ্রেফতার দেখিয়ে রাতেই তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে এই মামলা ছাড়াও নারায়ণগঞ্জে দুইটি ও ঢাকার ওয়ারী থানায় একটি মামলা রয়েছে।

মামলার বাদি পক্ষের আইনজীবি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসেন খান জানান, রহম আলী ছিল নূর হোসেনের খুবই ঘনিষ্ঠ সহযোগী। নূর হোসেনের ১১টি অস্ত্রের মধ্যে একটি অস্ত্রের লাইসেন্স ছিল রহম আলীর নামে। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্যের যে বিতর্কিত মেলা বসিয়ে নূর হোসেন প্রতিদিন অবৈধভাবে লক্ষাধিক টাকা আয় করতো, সেই মেলার অনুমোদন হাইকোর্ট থেকে আনা হয়েছিল এই রহম আলীর নামে। সে-ই ওই মেরার নেতৃত্ব দিতো। আলোচিত সেভেন মার্ডারের ঘটনার পর থেকে সে পলাতক ছিল। নূর হোসেনের অনেক গোপন বিষয় সম্পর্কে সে জানে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সেভেন মার্ডারের ঘটনার বিষয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে।

সাত খুনের ঘটনায় এ পর্যন্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র‌্যাব সদস্যসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ জন র‌্যাব সদস্যসহ ১৯ জন আসামী হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর ১২ জন র‌্যাব সদস্যসহ মোট ১৭ জন আদালতে স্বাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেন।

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজিবী এডভোকেট চন্দন সরকানসহ সাত খুনের মামলায় গ্রেফতারকৃত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩০ আসামীকে গত ১১ মার্চ আদালতে হাজির করা হয়েছিল। আগামী ১১ মে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত দ্রুততম সময়ে চার্জশীট দাখিলের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।