bangdeshkrishi-728x387

দৈনিকবার্তা-ময়মনসিংহ,২৪ মার্চ: নারী কেলেঙ্কারিসহ স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ দিনে প্রশাসনিক পদ থেকে ৪৯ জন আওয়ামীপন্থি শিক্ষক ইস্তফা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’ এর সভাপতি প্রফেসর এ কে এম শামসুদ্দীনের নেতৃত্বে ৪৯ টি প্রশাসনিক পদে নিয়োজিত আওয়ামীপন্থি শিক্ষকরা তাদের পদত্যাগ পত্র রেজিস্টারের কাছে জমা দিয়েছেন।এর আগে বাকৃবি ভিসি প্রফেসর ড. রফিকুল হকের পদত্যাগের দাবিতে ভিসির অধিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নেন আওয়ামীপন্থি শিক্ষকরা এবং বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউজ টিউটররা গণতান্ত্রিক শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।সোমবার টিএসসির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের পক্ষ থেকে লিখিতভাবে বলা হয়, নারী কেলেঙ্কারীসহ শিক্ষক-কর্মচারী নিয়োগে দুর্নীতির আনিত অভিযোগ অসত্য প্রমাণে ব্যর্থ হওয়ায় গণতান্ত্রিক শিক্ষক ফোরাম ভিসিকে পদত্যাগ করার পরামর্শ দিলেও তিনি কর্ণপাত করেননি।এদিকে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশক্রমে সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আলমগীর হোসেন এবং সহকারী প্রক্টর ড.মো. আজহারুল ইসলামকে অব্যাহতি প্রদান করে এক বিজ্ঞপ্তি জারি করেন রেজিস্ট্রার আব্দুল খালেক।