দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ২৪ মার্চ: নির্বাচনের দিন মঙ্গলবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত আদেশকে কেন্দ্র করে প্রার্থী ও তাদের সমর্থকরা এক সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করে বিক্ষোভ সমাবেশ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই কর্মচারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি সাধারন ডায়েরী করা হয়েছে।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা সম্প্রতি পয়সারহাট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন তফসিল ঘোষনা করেন। ঘোষিত তফসিল অনুয়ায়ী ভোট গ্রহনের তারিখ ছিল গতকাল মঙ্গলবার।
জানা গেছে, ওই প্রতিষ্ঠানের নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল সহকারী জজ আদালতে শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান, বিদ্যালয় পরিদর্শক, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, প্রিসাইডিং অফিসারসহ ১৯ জনকে বিবাদী করে গত ৪ মার্চ মামলা দায়ের করেন পয়সা এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে নাসির উদ্দিন ও অপর ছেলে ফ্রান্স প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী রুমা রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, ‘আদালতে চলমান মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিতাদেশের পত্র দিতে গিয়ে বিক্ষুব্ধদের হাতে লাঞ্ছিত হয়েছেন আমার অফিস সহকারী আবুল হোসেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে অবরুদ্ধ আবুলকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাকে প্রকাশ্যে ও বিভিন্ন মোবাইলে হত্যার হমকির ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। অন্যদিকে আকস্মিক নির্বাচন বন্ধ হওয়ায় ওই এলাকায় পক্ষে-বিপক্ষে মিছিল করেছে প্রার্থীর ভোটার সমর্থকসহ এলাকার জনগন। সমাজসেবা অফিস সহকারী আবুল হোসেন জানান, সকাল নয়টার দিকে নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আমি প্রতিষ্ঠানে পৌছলে উপজেলা যুবলীগ যুগ্ম সম্পাদক ও নির্বাচনী প্রার্থী ফিরোজ সিকদারের নেতৃত্বে তার লোকজন আবুলকে লাঞ্ছিত করে আটক রাখে। পরে পুলিশ গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রন করে আমাকে উদ্ধার করে।’ আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনায় সমাজসেবা অফিস সহকারী আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার থানায় অপর একটি ডায়েরী করেছেন।