দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ২৩ মার্চ: অসহায় দরিদ্রদের জন্য ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট উচ্চ বিদ্যালয়ে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের উদ্যোগে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু।
এসময় এক আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, ভাউলারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু (তপু), ভাউলারহাট উদয়ন ক্লাবের সভাপতি মাহমুদ রশিদ প্রমুখ। উল্লেখ্য, দিনব্যাপী চক্ষু ক্যাম্পে বিনামূল্যে ২শ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং ঔষুধ বিতরণ করা হয়। এছাড়াও ২৭জন রোগীকে বিনামূল্যে অপারেশন করার উদ্যোগ নেওয়া হয়।