দৈনিকবার্তা-ঝিনাইদহ, ২৩ মার্চ: ঝিনাইদহের মহেশপুরে প্রায় সাড়ে ৮শ’ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার ফতেপুর নামক স্থান থেকে একটি যাত্রীবাহি নসিমন থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত সোনা চোরাকারবারী বাশার উদ্দিন (২৬) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মোজাম আলীর ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কান্জিলাল জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর নামক স্থানে বিভিন্ন যানবাহনে পুলিশ তল্লাসী চালায়। একপর্যায়ে জীবননগর থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী একটি যাত্রীবাহি নসিমন থেকে বাশার উদ্দিন নামের একজনকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাসী চালিয়ে প্রায় সাড়ে ৮শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে কানের দুল, গলার চেন, হাতের চুড়ি ও আংটি। তিনি আরো জানান, আটককৃত বাশার দীর্ঘদিন ধরে এলাকায় স্বর্ণ চোরাচালান করে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে জেলাহাজতে পাঠানো হবে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।