border_8_0_27624

দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ, ২৩ মার্চ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী গরুর রাখালের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম তরিকুল ইসলাম(৩৫)। সে ওই সীমান্তের পাঁকা ইউনিয়নের জামাইপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তরিকুল ইসলামের পরিবার কান্নায় ভেঙ্গে পরে।

৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আবু জাফর সেখ মোঃ বজলুল হক জানান, রোববার দিবাগত রাত ১টার সময় জামাইপাড়া গ্রামের ৫/৬ জন বাংলাদেশী গরুর রাখাল ওয়াহেদপুর সীমান্ত পিলার ১৬/৪-এস এর নিকট দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ২০ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনীচক ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করলে তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়। এ সময় তার সাথে থাকা অন্য রাখালরা গুলিবিদ্ধ তরিকুলকে তার নিজ বাড়ীতে নিয়ে আসলে রাত আড়াইটার সময় সে মারা যায়। এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এ ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ে ওই সীমান্তে সকাল সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলেও বিজিবি সুত্রে জানা গেছে।