timthumb-1

দৈনিকবার্তা-হাটহাজারী, ২২ মার্চ: একতা, ত্যাগ ও শক্তি এ তিনটি মূলমন্ত্রে দ্বীক্ষিত হয়ে পথ শিশুদের জন্য সৃষ্টি ‘স্বপ্ন ও আগামী’ নামে একটি সামাজিক সংগঠন ব্যানারে হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজে বিনা মূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ চত্ত্বরে এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। উক্ত সংগঠনের ওই কর্মসূচিতে সার্বিক সহযোগীতায় ছিলেন ‘সিটিজি ব্ল্যাড ব্যাংক’ নামে চট্টগ্রামের একটি অনলাইন ব্লাড ব্যাংক সংস্থা।

এ সময় উক্ত কর্মসূচিতে “স্বপ্ন ও আগামী” সংগঠনটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি খন্দকার মো. আবদুল হালিম, মহ-সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল্লাহ রিমন, হাটহাজারী শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রুবেল, সিটিজি ব্ল্যাড ব্যাংক এর এডমিন নিশি আক্তার, সূর্য দাশ ও রহমত খান প্রমুখ।