দৈনিকবার্তা-পটুয়াখালী, ২২ মার্চ: পটুয়াখালীর বাউফলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ফুঁসে উঠেছে গোটা বরিশালের সাংবাদিকরা। ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা না নেয়ার প্রতিবাদে আজ পটুয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্দোগে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের এক মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচীতে জেলার আটটি উপজেলার সাংবাদিকসহ বরিশালের বিভাগীয় পর্যায়ের সাংবাদিক নেতারা অংশ গ্রহন করেন। এ ছাড়া পটুয়াখালীর আস পাশের জেলা থেকেও সাংবাদিকরা এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন। প্রতিবাদ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, মুুক্তিযোদ্ধাসহ নানা শ্রেনী পেশার মানুষ যোগ দেন।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, সহ-সম্পাদক মিরাজ মাহমুদ, সহ-সভাপতি গোপাল সরকার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু জাফর খান, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আমীরুল ইসলাম, কলাপাড়ার সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত, বাউফলের সাংবাদিক জিতেদ্রনাথ রায়, দশমিনার সাংবাদিক রিপন কর্মকার, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, উদীচীর পটুয়াখালীর সাধারণ সম্পাদক নাসরিন মোজাম্মেল এমা, গণজাগরন মঞ্চের সমন্বয়কারী সুভাষ চন্দ, দুমকির সাংবাদিক কামাল হোসেন। বক্তারা অবিলম্বে দায়ী পুলিশদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী দেয়ারও কথা বলেন।
উল্লেখ্যা গত মঙ্গলবার রাতে বাউফল উপজেলার দৈনিক প্রথম আলো প্রতিনিধি মিজানুর রহমানকে আটক করে ওসি’র কক্ষে সদর সার্কেলের এএসপি সাহেবআলী পাঠান, ওসি নরেশ কর্মকার ও অপর দুই পুলিশ সদস্য হ্যান্ডকাপ পরিয়ে নির্মম নির্যাতন করে। পরে মিজানকে বুধবার পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা দানের অভিযোগে মামলায় আসমী করে আদালতের মাধ্যমে জেল হাজেতে প্রেরন করা হয়।