Djokovic-and-Federer

দৈনিকবার্তা-ইন্ডিয়ান ওয়েলস (যুত্তরাষ্ট্র), ২২ মার্চ:  ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার এবং বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। রোববার এটিপি ট্যুরের অন্যতম আকষর্ণীয় এই টুর্নামেন্টের উত্তেজনাকর ফাইনালে এই দুই শীর্ষ তারকা মুখোমুখি হবেন।গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে ফেদেরার ৭-৫, ৬-৪ গেমের সরাসরি সেটে কানাডিয়ান মিলোস রাওনিককে পরাজিত করে এবারের টুর্নামেন্টে নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন, সাথে সাথে ফাইনাল নিশ্চিত করেছেন। অপর সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ ৬-২, ৬-৩ গেমে বিশ্বের চার নম্বর খেলোয়াড় এন্ডি মারেকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছেন।ফাইনালকে সামনে রেখে ফেদেরার বলেছেন, ‘লড়াইটা কঠিন হবে। গত বছর আমরা একে অপরকে পাঁচবার মোকাবেলা করেছি। এই বছরও ইতোমধ্যেই দু’বার দেখা হয়ে গেছে। সে কারনেই কোন কিছুই এখন আর অজানা নয়।’

গত বছরও ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এই দুই শীর্ষ তারকা একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে জকোভিচ ৩-৬, ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে ফেদেরারকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। গত দুই সপ্তাহ ধরে অসাধারণ ফর্মে আছেন বয়সকে জয় করা ফেদেরার। রোববাবের ম্যাচে জয়ী হতে পারলে গত বছরের হারের হতাশা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা সম্ভব হবে। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, গত বছরের ফাইনালটা দূর্দান্ত হয়েছিল। আমরা দুজনেই দারুন খেলেছিলাম। তবে ব্রেক পয়েন্টের দিক থেকে আমি কিছুটা পিছিয়ে ছিলাম, সেখানেই জকো এগিয়ে যায়। শিরোপার খুব কাছে গিয়েও ফাইনালে ভাল খেলার পরেও গত বছর জিততে না পারায় আমি বেশ হতাশ হয়েছিলাম। সে কারনেই এখানে আবারো তার বিপক্ষে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এই নিয়ে ক্যারিয়ারে ৩৮ বার ফেদেরার-জকোভিচ মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ফেদেরার ২০টিতে ও জকোভিচ জিতেছেন ১৭টিতে। সর্বশেষ গত মাসে দুবাইতে ফাইনালে ফেদেরার ৬-৩, ৭-৫ গেমে জয়ী হয়ে শিরোপা জিতেছিলেন। এত তাড়াতাড়ি আরেকটি ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন তা ভাবতে পারেননি জকোভিচ। তার মতে, ফাইনালে ভাল করতে হলে আমাদের দারুন লড়াই করতে হবে। সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে ভাল সময় কাটাচ্ছে ফেদেরার। গত এক বছর সে সেটাই প্রমাণ করে চলেছে।ফাইনালে জয়ী হতে পারলে জকোভিচ ফেদেরারের সাথে সর্বোচ্চ চারবারের ইন্ডিয়ান ওয়েলস শিরোপার মালিক হবেন। এর আগে ২০০৮, ২০১১ এবং ২০১৪ সালে তিনি এই শিরোপা জিতেছিলেন। আর ৩৩ বছর বয়সী ফেদেরার জিতেছেন ২০০৪, ২০০৫ ও ২০১২ সালে।