দৈনিকবার্তা-পাবনা, ২২ মার্চ: ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, প্রযুক্তিজ্ঞান সম্পন্ন আধুনিক শিক্ষা গ্রহণে মেয়েরা অনেক দুর এগিয়ে এসেছে। মেয়েরা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাজীবী কাজে এখন নিয়োজিত। পাশের হার শতভাগ রাখার আহ্বান জানিয়ে ভূমি মন্ত্রী বলেন, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ গড়া এখন আমাদের হাতের মুঠোয়।
রোববার পাবনার ঈশ্বরদীর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০০৫ এ প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার নারীর অধিকার, নারী শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নারীরা সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল পেশায় সফলতা দেখাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদের অংশগ্রহণ দেশের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। মন্ত্রী পাঁচ বছরের ঊর্ধ্ব ছেলেমেয়েদের স্কুলে যাওয়া নিশ্চিত করতে সকল অভিভাবক ও শিক্ষকের প্রতি আহ্বান জানান। বিদ্যালয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান রবি।