DMC-Photo-18-01-2014-3

দৈনিকবার্তা-ঢাকা, ২২ মার্চ:  হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছেন বলেও জানান তিনি। রোববার বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে রোগীদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলার মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অরোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রলবোমা হামলায় দগ্ধদের দেখতে এসে মন্ত্রী এ কথা বলেন। তবে মদদ দাতা কারা সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে নাসিম বলেন, আপনি নির্বাচন করবেন, আবার পেট্রলবোমা হামলা চালাবেন-দুটো এক সঙ্গে চলবে না। পেট্রলবোমা হামলাকারীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে

নাসিম বলেন, মানুষের প্রতি সামান্য মমত্ববোধ থাকলে কেউ পেট্রলবোমা দিয়ে মানুষকে পোড়াতে পারে না। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে চলমান হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবি জানান তিনি।শনিবার রাতে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ নয়জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে মারা যান শাকিল আহমেদ নামের আরেকজন।হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিরা হলেন নাজমুল হোসেন (২৫), ইলিয়াস হোসেন (৩৫), মো. মতিন (৩০), ফারুক আহমেদ (৪০), আরব আলী (২৫), ইয়াদুল ইসলাম (৩৮) ও ট্রাকের চালক ইমরান আলী (৫০)। তাঁদের সবার বাড়ি মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে।

মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট চিত্তরঞ্জন বিশ্বাস ক বলেন, পেট্রলবোমায় দগ্ধ ব্যক্তিদের শরীরের ৮০-৯০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেমোহাম্মদ নাসিম বলেন, আবারো হতভাগ্য মানুষগুলোর মুখ দেখলাম। ভেবেছিলাম সব স্বাভাবিক হয়ে যাবে। তারা (বিএনপি) হরতালের নামে জ্বালাওপোড়াও করে, খোলা ট্রাকে পেট্রোলবোমা মারে। কোনো নিরীহ শ্রমিক হয়তো কাজ থেকে ফিরছে, তারাও রক্ষা পাচ্ছেন না। তাদের আক্রোশে মুক্তিযোদ্ধা ইউসুফ মারা গেলেন। এগুলোর জন্য জনগণের কাছে বিএনপিকে জবাবদিহি করতে হবে।তিনি আরো বলেন, খালেদাকে বলছি, হরতাল অবোরোধের নামে এসব বন্ধ করুন। হরতাল অবরোধ দিয়ে জ্বালাওপোড়াও আর নির্বাচন একসঙ্গে হতে পারে না।শনিবার মাগুরার মঘিরঢালে ৯ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে জানিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি।