দৈনিকবার্তা-ঢাকা, ২২মার্চ: পাকিস্তানের সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে সাড়ে তিনশ’ নটিক্যাল মাইল করার দাবি জাতিসঙ্ঘ মেনে নিয়েছে। ফলে পাকিস্তানের সমুদ্রসীমা প্রায় ৫০ হাজার বর্গ কিলোমিটার বেড়েছে। পাক নৌবাহিনীর মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসঙ্ঘ মহীসোপান সীমা নির্ধারণ বিষয়ক কমিশন বা ইউএনসিএলসিএস সমুদ্রসীমা বাড়ানোর পাকিস্তানের দাবি পর্যালোচনা শেষে তা মেনে নেয়। এ দাবি মেনে নেয়ার বিষয়টি চলতি মাসের ১৯ তারিখে ইসলামাবাদকে জানায় জাতিসংঘ কমিশন। ফলে পাকিস্তানের দুই লাখ ৪০ হাজার বর্গ কিলোমিটার সমুদ্রসীমার সঙ্গে আরো ৫০ হাজার বর্গ কিলোমিটার যুক্ত হবে। বাড়তি এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে পাকিস্তান লাভবান হবে। তেল গ্যাসের অনুসন্ধান বা উত্তোলন করা থেকে শুরু করে সামুদ্র সম্পদ ব্যবহার পর্যন্ত সব ধরণের অর্থনৈতিক তৎপরতা বাড়তি এ অঞ্চলে চালানো পাকিস্তানের পক্ষে সম্ভব হবে।
জাতিসঙ্ঘ কমিশনের রায়কে পাকিস্তান স্বাগত জানিয়েছে। এ রায়কে পাকিস্তানের জন্য একটি বড় বিজয় ও ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।