দৈনিকবার্তা-খাগড়াছড়ি, ২২ মার্চ: ”নারী উন্নয়ন ও অগ্রগতির” প্রতিপাদ্য বিষয়ে আনন্দ’র এম্পাওয়ারিং উইমেন ফর পিচ এন্ড ডেভেলপমেন্ট ইন সাউট এশিয়া(ঊডচউ) প্রকল্পের বার্ষিক সম্মেলন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে । রোববার সকালে জেলা সদর গন্জপাড়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা অনন্দ’র আঞ্চলিক কার্যালয় নিজস্ব প্রাংগনে এ বার্ষিক কনভেনশন আয়োজন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা ।
আনন্দ’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিঞা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদার, শহর সজাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, প্রকল্প পরিচালক ফান্সিস হাওলাদার । বক্তব্য রাখেন আনন্দ’র আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃø বালা, এম্পাওয়ারিং উইমেন ফর পিচ এন্ড ডেভেলপমেন্ট ইন সাউট এশিয়া প্রজেক্ট ম্যানেজার রাখী ম্রং, উপকারভোগী নিরুফার ইয়াসমিন(দীঘিনালা), লক্ষী ঘোষ, বিজয়া খীসা, বিরনা চাকমা, জয়না ত্রিপুরা প্রমূখ । এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে আনুষ্ঠিানিক উদ্ভোধন করেন । আনন্দ’র মেলা প্রাংগনে প্রশিক্ষন প্রাপ্তদের বিভিন্ন ধরনের ১৫টি ষ্টল দিয়ে অংশ নিয়েছে সুবিধাভোগীরা ।
দ্বিতীয় অধিবেশনে আলোচনায় অংশ গ্রহন করেন নারী’র ক্ষমতায়নে এনজিও ভূমিকা’ বিষয়ক আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, নারী’র উন্নয়ন এবং ক্ষমতায়নে পুরুষের ভূমিকা’ বিষয়ক এ্যাডভোকেট আক্তার উদ্দিন মামুন, নারী’র ক্ষমতায়নের প্রয়োজনীয়তা’ বিষয়ে খাগড়াপুর মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, সহস্্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা:প্রাসংগিকতা সিএইচটি নারী’ বিষয়ে ইউএনডিপি’র জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা । এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নারী নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগীগন অংশ গ্রহন করে।